Saturday, October 22, 2016

২,৫৯৯ টাকায় স্মার্টফোন আনল বাংলালিংক

২,৫৯৯ টাকায় স্মার্টফোন আনল বাংলালিংক


২,৫৯৯ টাকায় স্মার্টফোন আনল বাংলালিংক

 ছাত্রছাত্রী, কর্মজীবী মানুষদের জন্য বাংলালিংক নিয়ে এসেছে আকর্ষণীয় বান্ডেল অফারের সঙ্গে সাশ্রয়ী মূল্যের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম স্মার্টফোন। গ্রাহকরা স্মার্টফোনের সঙ্গে উপভোগ করতে পারবেন আকর্ষণীয় বান্ডেল প্ল্যান যাতে থাকছে ৬ গিগাবাইট ফ্রি ইন্টারনেট ডাটা এবং ৯০০ মিনিট টক টাইম (৪৫০ মিনিট অফ-নেট, ৪৫০ মিনিট অন-নেট)। ফলে গ্রাহকরা স্মার্টফোনটি একেবারেই ফ্রি পাচ্ছেন।


সম্প্রতি গুলশানে বাংলালিংকের প্রধান কার্যালয় টাইগার্স ডেন-এ ‘আইটেল আইটি৩৩৫’ স্মার্টফোনটি উন্মোচন করা হয়। স্মার্টফোন উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলালিংক- এর চিফ মার্কেটিং অফিসার প্রসূন লাল, হেড অব ডিভাইস শাহরিয়ার আহমেদ রেমন, ডিভাইস সিনিয়র ম্যানেজার শিবলী সাদিক এবং আইটেল-এর কান্ট্রি ম্যানেজার শ্যামল কুমার সাহা।


আকর্ষণীয় বান্ডেল অফারের সঙ্গে ‘আইটেল আইটি৩৩৫’ স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে মাত্র ২ হাজার ৫৯৯ টাকায়। এই স্মার্টফোনে রয়েছে ১.২ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর, ৩.৫ ইঞ্চি ডব্লিউভিজিএ স্ক্রিন, অ্যান্ড্রয়েড ললিপপ ৫.১ অপারেটিং সিস্টেম, ৫১২ মেগাবাইট র্যা ম, ৪ গিগাবাইট রম, ৩২ গিগাবাইট পর্যন্ত বাড়তি মেমোরি ব্যবহারের সুবিধা এবং ১,৪০০ এমএএইচ ব্যাটারি। এই স্মার্টফোনে রয়েছে প্রি-ইনস্টল করা আকর্ষণীয় অ্যাপ্লিকেশন যেমন- ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম।


বাংলালিংকের হেড অফ ডিভাইস শাহরিয়ার আহমেদ রিমন বলেন, ‘ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে বাংলালিংক- এ আমরা সবসময় সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী মূল্যের ডিভাইসগুলো আনার চেষ্টা করি। যারা প্রথম স্মার্টফোন অভিজ্ঞতা পেতে চান তাদের জন্য আমরা আইটেল স্মার্টফোনের সঙ্গে যুক্ত হয়ে আকর্ষণীয় বান্ডেলের সঙ্গে সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন আনতে পেরে আনন্দিত।’


আইটেল-এর কান্ট্রি ম্যানেজার শ্যামল কুমার সাহা বলেন, ‘বাংলাদেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক-এর সঙ্গে যুক্ত হতে পেরে আমরা গর্বিত। আমরা বিশ্বাস করি, কানেক্টিভিটির পাশাপাশি শক্তিশালী ও সাশ্রয়ী স্মার্ট ডিভাইস দেশের অর্থনীতিতে পরিবর্তন আনতে পারে। সত্যিকারের ডিজিটাল বাংলাদেশ গড়তে আমরা যৌথভাবে এই ডিভাইসগুলো আনার এই পদক্ষেপ নিয়েছি।’
 

Tags:

0 Responses to “২,৫৯৯ টাকায় স্মার্টফোন আনল বাংলালিংক”

Post a Comment

Donec sed odio dui. Duis mollis, est non commodo luctus, nisi erat porttitor ligula, eget lacinia odio. Duis mollis

© 2013 Shotter sondhane bd news 24. All rights reserved.
Designed by SpicyTricks