Saturday, October 22, 2016

বাংলাদেশের সম্ভাবনা দেখছেন ওয়ালশ

বাংলাদেশের সম্ভাবনা দেখছেন ওয়ালশ
 
‘তৃতীয়দিনের প্রথম ওভারেই সাকিব আউট হয়ে যাওয়ায় পরের ব্যাটসম্যানদের ওপর চাপ তৈরি হয়। না হলে আমাদের প্রথম ইনিংস আরও বড় হতে পারত’

লোকমান চৌধুরী, চট্টগ্রাম ব্যুরো
 

বোলিংয়ে দিনটা সাকিবের হলেও চট্টগ্রাম টেস্টের তৃতীয়দিন শেষে
 

ভালো অবস্থানে নেই বাংলাদেশ। ইংল্যান্ডের বড় লিডে চাপে পড়ে গেছেন মুশফিকরা। বেন স্টোকস ও জনি বেয়ারস্টোর ১২৭ রানের জুটিই এগিয়ে দিয়েছে ইংল্যান্ডকে। আগের দিন তামিম-সাকিবদের কাছে ১০০ রানের লিড চেয়েছিলেন, কিন্তু ইংল্যান্ডের প্রথম ইনিংস থেকে ৪৫ রান দূরেই প্রথম ইনিংস শেষ করে বাংলাদেশ। বাংলাদেশের প্রথম ইনিংস আড়াইশ রানের আগেই গুটিয়ে যাওয়ার পেছনে কাল প্রথম ওভারেই সাকিবের আউট হওয়াকে বড় কারণ হিসেবে দেখছেন অনেকে। তৃতীয়দিন শেষে সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে টাইগারদের বোলিং কোচ কোর্টনি ওয়ালশ বলেন, ‘তৃতীয়দিনের প্রথম ওভারেই সাকিব আউট হয়ে যাওয়ায় পরের ব্যাটসম্যানদের ওপর চাপ তৈরি হয়। না হলে আমাদের প্রথম ইনিংস আরও বড় হতে পারত।’
 

দুই উইকেট হাতে রেখে ইংল্যান্ড ২৭৩ রানের বড় লিড নেয়ার পরও এখনও বাংলাদেশের সম্ভাবনা দেখছেন ওয়ালশ। তিনি বলেন, ‘আগামীকাল (আজ) দিনের প্রথম সেশনটা আমাদের জন্য খুব জরুরি। তাদের খুব দ্রুত আউট করতে হবে। এরপর কয়েকটা ভালো জুটি গড়তে পারলে আমরা ভালো অবস্থানে চলে যেতে পারি। এখনও দু’দিন সময় আছে। তাই যে কোনো কিছু হতে পারে।’
 

ইংলিশ পেসাররা যেখানে ভালো করছেন সেখানে শফিউল ও রাব্বিরা কেন ব্যর্থ, এমন প্রশ্নের জবাবে ওয়ালশ বলেন, ‘বেন স্টোকস খুব ভালো বল করেছে। আমাদের শফিউল-রাব্বিরাও ভালো বল করেছে। কিন্তু স্পিননির্ভর উইকেট হওয়ায় আমার পেসাররা উইকেট পায়নি। স্টোকস দীর্ঘদিন ধরে টেস্ট খেলার মধ্যে আছে। সেই অভিজ্ঞতাটা ভালো করার ক্ষেত্রে কাজে দিয়েছে।’
 

ম্যাচের তৃতীয়দিনে ইংল্যান্ড আড়াই সেশন ব্যাটিং করেছে। বাংলাদেশের বোলাররা শুরু থেকেই ভালো বোলিং করেছেন। বোলারদের প্রশংসা করতে গিয়ে কোর্টনি ওয়ালশ বলেন, ‘আমার মনে হয় বোলাররা অনেক ভালো বোলিং করেছে। একটা সময় আমরা ভালো অবস্থানে ছিলাম, কিন্তু ওদের মধ্যে ভালো একটি জুটি গড়ে উঠে। সে কারণে লিড বড় হয়ে গেছে।’
 
 

৬২ রানে ৫ উইকেট হারানো ইংল্যান্ডকে খাদের কিনার থেকে টেনে তোলেন বেন স্টোকস ও জনি বেয়ারস্টো। ষষ্ঠ উইকেটে তাদের ১২৭ রানের জুটিতে ম্যাচে ফেরে ইংলিশরা। এই জুটি প্রসঙ্গে ওয়ালশ বলেছেন, ‘এটাই টেস্ট ক্রিকেটের মজা। স্টোকস দায়িত্ব নিয়ে খেলেছে এবং বেয়ারস্টোর সঙ্গে দারুণ একটি জুটি গড়েছে। তারপরও আমার মনে হয় এখনও দুই দলের সমান সম্ভাবনা আছে। আমি নিশ্চিত এই ম্যাচের একটা ফলাফল হবে।’
 

স্পিনই শক্তি
 

সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে বাংলাদেশের পেস বোলিং আক্রমণই শক্তির জায়গা। কিন্তু টেস্টের জন্য যেন কোনো পেস বোলারই নেই। প্রতিপক্ষের ১০ উইকেট নেয়ার জন্য স্পিনারদের ওপরই নির্ভর করতে হয়। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে সব উইকেট পেয়েছেন স্পিনাররা। দ্বিতীয় ইনিংসেরও প্রথম পাঁচ উইকেট নিয়েছেন ঘূর্ণি বোলাররা! চট্টগ্রামের উইকেটে তাতে স্পিনারদেরই রাজত্ব। 
 
কাল ৫১ ওভার পর আক্রমণে প্রথম পেস বোলার নিয়ে আসেন মুশফিকুর রহিম। স্পিনাররা প্রথম টেস্টে ১৫ উইকেট নেয়ার পর পেসাররা একটি উইকেট নেন। অভিষিক্ত কামরুল ইসলাম ক্যারিয়ারের প্রথম উইকেট নেন জনি বেয়ারস্টোকে আউট করে। দ্বিতীয় ইনিংসে ডান-হাতি পেসার রাব্বি নিজের চতুর্থ ওভারেই প্রথম আন্তর্জাতিক উইকেট পান।
 

স্কোর বোর্ড
 

ইংল্যান্ড প্রথম ইনিংস ২৯৩
 

বাংলাদেশ প্রথম ইনিংস
 

রান বল ৪ ৬
 

তামিম ক বেয়ারস্টো ব ব্যাটি ৭৮ ১৭৯ ৭ ০
 

ইমরুল ব আলী ২১ ৫০ ৩ ০
 

মুমিনুল ক স্টোকস ব আলী ০ ৩ ০ ০
 

মাহমুদউল্লাহ ক রুট ব রশীদ ৩৮ ৬৬ ৩ ০
 

মুশফিক ক বেয়ারস্টো ব স্টোকস৪৮ ৭৭ ৬ ০
 

সাকিব স্টা. বেয়ারস্টো ব আলী ৩১ ৬২ ৩ ০
 

শফিউল ক ব্রড ব রশীদ ২ ২৯ ০ ০
 

সাব্বির ক কুক ব স্টোকস ১৯ ৩২ ৩ ০
 

মেহেদী এলবিডব্লু ব স্টোকস ১ ৪ ০ ০
 

তাইজুল নটআউট ৩ ১১ ০ ০
 

কামরুল ব স্টোকস ০ ৩ ০ ০
 

অতিরিক্ত ৭
 

মোট (অলআউট, ৮৬ ওভারে) ২৪৮
 

উইকেট পতন : ১/২৯, ২/২৯, ৩/১১৯, ৪/১৬৩, ৫/২২১, ৬/২২১, 
 
৭/২৩৮, ৮/২৩৯, ৯/২৪৮, ১০/২৪৮।
 

বোলিং : ব্রড ৮-২-১২-০, ব্যাটি ১৭-১-৫১-১, ওকস ৭-২-১৫-০,
 
 আদিল রশীদ ১৬-১-৫৮-২, মঈন আলী ২২-৪-৭৫-৩, স্টোকস 
১৪-৫-২৬-৪, রুট ২-০-৫-০।
 

ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস
 

রান বল ৪ ৬
 

কুক ব মাহমুদউল্লাহ ব মেহেদী ১২ ২৩ ১ ০
 

ডাকেট ক মুমিনুল ব সাকিব ১৫ ৩৪ ১ ০
 

রুট এলবিডব্লু ব সাকিব ১ ৪ ০ ০
 

ব্যালান্স ক ইমরুল ব তাইজুল ৯ ২৫ ১ ০
 

মঈন আলী ক মুশফিক ব সাকিব ১৪ ৫০ ০ ০
 

স্টোকস এলবিডব্ল– ব সাকিব ৮৫ ১৫১ ৬ ৩
 

বেয়ারস্টো ব কামরুল ৪৭ ৯৫ ৬ ০
 

ওকস নটআউট ১১ ৩০ ১ ০
 

রশীদ এলবিডব্ল– ব সাকিব ৯ ১৮ ২ ০
 

ব্রড নটআউট ১০ ২৬ ২ ০
 

অতিরিক্ত ১৫
 

মোট (৮ উইকেটে, ৭৬ ওভারে) ২২৮
 

উইকেট পতন : ১/২৬, ২/২৭, ৩/২৮, ৪/৪৬, ৫/৬২, ৬/১৮৯, ৭/১৯৭, ৮/২১৩।
 
 

বোলিং : মেহেদী হাসান মিরাজ ১৮-১-৫৪-১, সাকিব আল হাসান ৩১-৭-৭৯-৫, তাইজুল ইসলাম ১৫-২-৪০-১, কামরুল ইসলাম ৮-০-২৪-১, মাহমুদউল্লাহ ১-০-৬-০, শফিউল ইসলাম ৩-০-১০-০।

Tags:

0 Responses to “বাংলাদেশের সম্ভাবনা দেখছেন ওয়ালশ”

Post a Comment

Donec sed odio dui. Duis mollis, est non commodo luctus, nisi erat porttitor ligula, eget lacinia odio. Duis mollis

© 2013 Shotter sondhane bd news 24. All rights reserved.
Designed by SpicyTricks