Thursday, October 20, 2016

ইসলামাবাদ অচলের হুমকি, গ্রেফতারের ঝুঁকিতে ইমরান খান

ইসলামাবাদ অচলের হুমকি, গ্রেফতারের ঝুঁকিতে ইমরান খান
রাজধানী ইসলামাবাদকে অচল করে দেয়ার হুমকির কারণে গ্রেফতারের ঝুঁকির মুখে পড়েছেন পাকিস্তানের তেহরিকে ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান ইমরান খান।
 

বিশ্বস্ত সূত্রের বরাতে পাকিস্তানের সংবাদপত্র দি নিউজ ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে এ খবর জানায়।
 

প্রতিবেদনে বলা হয়েছে, সরকারবিরোধী গণজমায়েত পণ্ড করতে চেয়ারম্যান ইমরান খানসহ পিটিআই'র শীর্ষ নেতাদের গৃহবন্দি করতে পারে সরকার।

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পরিবারের সদস্যদের দুর্নীতির বিচার দাবিতে আগামী ২ নভেম্বর ইসলামাবাদে বিক্ষোভের ডাক দিয়েছেন ইমরান খান।
 

এই কর্মসূচিকে ঘিরে ব্যাপক গণজমায়েতের মাধ্যমে রাজধানী অচল করে দিয়ে দাবি আদায়ে প্রস্তুতি নিচ্ছে পিটিআই।

এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী নওয়াজের দল পাকিস্তান মুসলিম লীগ জানিয়েছে, কাউকে ইসলামাবাদ অচল করতে দেয়া হবে না এবং এ ধরনের উদ্যোগ সরকার দমন করবে।
 

এদিকে ২ নভেম্বরের বিক্ষোভকে সামনে রেখে ইসলামাবাদে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত মঙ্গলবার ইমরান খানের সঙ্গে দেখা করেন।
 

এ সময় চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের (সিপিইসি) বিষয়ে ইমরান খান যেন বিরোধিতা না করেন তা নিয়ে আলোচনা করেন।
 

উল্লেখ্য, সম্প্রতি প্রকাশিত বিদেশি অর্থপাচার সংক্রান্ত পানামা পেপারসে নাম আসে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পরিবারের সদস্যদের।
 

এরপর নওয়াজ পরিবারের দুর্নীতির বিষয়ে তদন্ত দাবি করেন ইমরান খান। সরকারের জবাবদিহি দাবি করে এরমধ্যে কর্মসূচিও পালন করেছে তার দল।
 

যার ধারাবাহিকতায় ২ নভেম্বর ইসলামাবাদে জড়ো হতে যাচ্ছেন পিটিআই সমর্থকরা।

Tags:

0 Responses to “ইসলামাবাদ অচলের হুমকি, গ্রেফতারের ঝুঁকিতে ইমরান খান”

Post a Comment

Donec sed odio dui. Duis mollis, est non commodo luctus, nisi erat porttitor ligula, eget lacinia odio. Duis mollis

© 2013 Shotter sondhane bd news 24. All rights reserved.
Designed by SpicyTricks