Saturday, October 15, 2016

আল্লামা শফীর দাবি মানতে হবে : উলামা মাশায়েখ নেতৃবৃন্দ

আল্লামা শফীর দাবি মানতে হবে : উলামা মাশায়েখ নেতৃবৃন্দ


উলামা মাশায়েখ নেতৃবৃন্দ বলেছেন, আল্লামা শাহ আহমদ শফী যেভাবে চান সেভাবেই কওমি শিক্ষা সনদের মান দিতে হবে। এ বিষয়ে পুরো জাতি ঐক্যবদ্ধ। এর বাইরে সরকারের নিয়ন্ত্রণে কওমি সনদের স্বীকৃতি কোনোভাবেই এ দেশের কওমি আলেম সমাজ মেনে নেবে না। অন্য কোনো মতলবাজ ও কওমি শিক্ষার ঐতিহ্য বিনষ্টকারী ষড়যন্ত্রকারীদের কুপরামর্শে কমিশন বা কর্তৃপক্ষ নামক ষড়যন্ত্রের জালে আবদ্ধ করে সনদের স্বীকৃতি নয়। এ দেশের হক্কানি ওলামায়ে কেরাম, ছাত্র ও তৌহিদি জনতা দ্বীন, দেশ ও জাতির কল্যাণে যারা নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন, তাদের ৯৫ শতাংশ মানুষ আল্লামা শাহ আহমদ শফীর সাথে একমত। এরই মধ্যে আল্লামা আহমদ শফী ভারতের দেওবন্দ মাদরাসার আদলে শুধু সনদের মান দেয়ার পক্ষে যে অভিমত দিয়েছেন সেটিকেই মূল্যায়ন করতে হবে। উলামা নেতৃবৃন্দ এ বিষয়ে আগামীকাল সোমবার সকাল ১০টায় রাজধানীর মিরপুর আরজাবাদ মাদরাসা ময়দানে অনুষ্ঠিতব্য জাতীয় উলামা মাশায়েখ সম্মেলন সফল করার জন্য সর্বস্তরের উলামা মাশায়েখদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
গতকাল রাজধানীর লালবাগ, টাঙ্গাইল, নারায়ণগঞ্জে পৃথক সম্মেলনে উলামা নেতৃবৃন্দ এ কথা বলেন। লালবাগ, চকবাজার, ইসলামবাদ এলাকার আলেমদের নিয়ে লালবাগ মাদরাসায় মাওলানা মুহিবুল্লাহর সভাপতিত্বে, নারায়ণগঞ্জে মাওলানা আবদুল আউয়ালের সভাপতিত্বে, টাঙ্গাইলের বদৌরা উপজেলায় মাওলানা আবদুল আজিজের সভাপতিত্বে সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলন বাস্তবায়ন কমিটির সভা : আগামীকাল সোমবার অনুষ্ঠিতব্য জাতীয় উলামা মাশায়েখ সম্মেলন বাস্তবায়ন কমিটির এক জরুরি সভা সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আল্লামা মোস্তফা আজাদের সভাপতিত্বে আরজাবাদ মাদরাসায় অনুষ্ঠিত হয়। এতে সম্মেলন প্রস্তুতির সার্বিক বিষয় আলোচনা হয়। সম্মেলনের অনুমতিপ্রাপ্তিসহ সম্মেলনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে মর্মে সভায় জানানো হয়।
সম্মেলন বাস্তবায়ন শীর্ষ উলামা মাশায়েখের আহ্বান : এ দিকে গতকাল এক যুক্ত বিবৃতিতে আগামী ১৭ অক্টোবরের উলামা মাশায়েখ সম্মেলন সফল করার জন্য দেশের শীর্ষ উলামা মাশায়েখরা দেশের সর্বস্তরের আলেম উলামা, ছাত্র-শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন। বিজ্ঞপ্তি।

Tags:

0 Responses to “আল্লামা শফীর দাবি মানতে হবে : উলামা মাশায়েখ নেতৃবৃন্দ”

Post a Comment

Donec sed odio dui. Duis mollis, est non commodo luctus, nisi erat porttitor ligula, eget lacinia odio. Duis mollis

© 2013 Shotter sondhane bd news 24. All rights reserved.
Designed by SpicyTricks